জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলের মিরপুরে ত্রাণ গ্রহিতার তালিকায় কোটিপতির নাম, বিতরনে স্বজনপ্রীতির অভিযোগ

দেশব্যাপী চলমান লকডাউনে সরকার দেশের নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষদের জন্য সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শনিবার ইউনিয়ন অফিসের ওয়েবসাইটে ত্রাণ বিতরণের তালিকা প্রকাশ হলে, রীতিমত চোখ কপালে উঠে যায় ইউনিয়নের সচেতন মহলের।

প্রকাশিত এ ত্রাণ বিতরনে প্রাপকের তালিকায় রয়েছেন মিরপুর বাজারের বেশ কয়েকজন শিল্পপতির নাম।
প্রকাশিত এই তালিকা অনুযায়ী অনুসন্ধান চালালে উঠে আসে স্বজনপ্রীতি আর অনিয়মের চরম চিত্র।

খোজ নিয়ে জানা যায় তালিকায় প্রকাশিত নাম এবং ঠিকানায় রয়েছে বেশ অসংগতি। তালিকায় নাম রয়েছে কিন্তু ত্রাণ পাননি এমন অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

তালিকায় একজন বর্তমান ইউপি সদস্যের নাম ও রয়েছে। তালিকার ৮৬-৮৮ নাম্বার ক্রমিকে রয়েছেন একই পরিবারের তিনজন সদস্য। যাদের বাড়ি পাশ্ববর্তী ভাদেশ্বর ইউনিয়নের পূর্বজয়পুর গ্রামে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর ইউনিয়নের অনেকেই জানান, এলাকায় অনেক হতদরিদ্র লোক থাকলেও ত্রাণ বিতরণের তালিকায় তাদের নাম পাওয়া যায় নি। যারা ত্রাণ পেয়েছেন তারা জনপ্রতিনিধিদের নিজস্ব বলয়ের লোক। বিপুল সংখ্যাক মানুষ যখন ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করছে তখন জনপ্রতিনিধিদের এ স্বজনপ্রীতি কে দেখবে?

এ ব্যাপারে মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি ত্রাণ আমি মেম্বারদের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে পৌছিয়ে দিয়েছি। শিল্পপতিদের কাছেও কি ত্রাণ পৌছিয়ে দিয়েছেন, এ প্রশ্নের জবাবে কোনো জবাব দিতে পারেন নি তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সাথে যোগাযোগ করার জন্য ফোন দিলেও রিসিভ করা হয়নি।