মোহাম্মদ শাহ্ আলমঃ হবিগঞ্জের বাহুবলে এক শিশুর ধাক্কায় ইয়ামিন হোসেন নামে (১৮) মাসের অপর এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কচুয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে।
সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টার দিকে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু এক সাথে খেলা করছিল এ সময় আরেক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পায়৷
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দুলন দেব।