মোঃ আমিনুর রহমানঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গরিব অসহায়, দরিদ্র, দিনমজুরের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বাহুবল নবীগঞ্জের সিনিয়র সার্কেল অফিসার এএসপি পারভেজ আলম চৌধুরী ।
সোমবার (৩০ মার্চ) বিকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ৬০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ওসি তদন্ত মোঃ আলমগীর কবির, সানশাইনের পৃষ্ঠপোষক আজাদ্দছ মিয়া বাবুল, পাঁচ গ্রাম নেতা ও ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফয়ছল আহমেদ, ভোরের আলো সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি মীর জমিলুন্নবী ফয়ছল, সাংবাদিক দিদার এলাহী সাজু প্রমুখ।
সার্বিক সহযোগিতা করে সানশাইন স্কাউট দল। বাড়ি বাড়ি স্কাউট দলের সদস্যরা খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।