হবিগঞ্জের বাহুবলে বিলে হাঁস পালন কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।
আজ বুধবার (২৭ মে) বেলা ২ ঘটিকা থেকে উপজেলার অলুয়া ও ভেড়াখাল চানপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সংঘর্ষে আহতের সংখ্যা বাড়তে পারে।