হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নের মাঝে ২টিতে আওয়ামী লীগ, ৪ টিতে আওয়ামিলীগের বিদ্রোহী ও ১ টিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। ৩১ জানুয়ারী সোমবার প্রথমবারের মতো সবকটি ইউনিয়নেই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়৷
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে ১নং স্নানঘাট ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম হরমুজ আলীর ছেলে তোফাজ্বল হক রাহিন, ২নং পুটিজুরী ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আব্দুর রেজ্জাক, ৪ নং বাহুবল সদর ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন চৌধুরী, ৫ নং লামাতাশি ইউনিয়নে লাঙ্গল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন উস্তার মিয়া তালুকদার, ৬নং মিরপুর ইউনিয়নে চশমা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ শামীম, ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান বশির।