মোঃ আমিনুর রহমানঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা করার সময় সাজু আহমেদ পায়েল নামে এক যুবক কে আটক করে গণধোলাই দিয়েছে জনতা।
ঘটনাটি ঘটেছে বুধবার দেড়টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে। আটককৃত পায়েল রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিসেটিবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সাজু আহমেদ পায়েল ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলার ডুবাঐ বাজারের খাঁজা রেষ্টুরেন্টে প্রবেশ করে। দোকান খোলা থাকলে বিশ হাজার টাকা জরিমানা আদায় কালে তাড়াহুড়া করেন। লোকজনের কাছে সন্দেহ হয়। পরিচয় দিতে অক্ষম হয় সেই ভুয়া ডিবি পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বাহুবল মডেল থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিভিন্ন দেশের মুদ্রা, বেশ কিছু গুরত্ব ব্যক্তির মোবাইল নাম্বার ও মোবাইল পাওয়া গেছে। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।