জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস

জুবায়ের আহমেদ: হবিগঞ্জের বাহুবলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ক-শ্রেণীর ভূমিহীনদের জন্য প্রস্তুতকৃত ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, রবিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে তিনি বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের ফদ্রখলা আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার, সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার,আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

habiganj news

পরিদর্শনকালে প্রধান অতিথি আশ্রয়ণ প্রকল্পের অধিকতর উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান ও আশ্রয়ণে বৃক্ষ রোপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী মাফরুহা আহমেদ।