জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে মোমবাতি হাতে নিয়ে নিরব প্রতিবাদ

দেশব্যাপী চলমান নারীর প্রতি যৌন সহিংসতা, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে নৃশংস যৌন বর্বরতা, এমসি কলেজ সহ সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের শাস্তির দাবিতে “ধর্ষণ বিরোধী ছাত্র ঐক্য পরিষদ” ২য় দফায় আবারো মোমবাতি প্রজলন করে মিরপুর বাজারে গুরুত্বপূর্ণ সড়কসমূহ র‍্যালির মাধ্যমে নিরব প্রতিবাদ করে বিশ্বরোড পয়েন্টে এসে প্রতিবাদ সভায় রুপ নেয়।

হাফিজুর রহমান শাওনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা তোফায়েল আহমেদ,আমির আলী,ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ,রেদোয়ান শাহরিয়া,রাজুআহমেদ,সোহান আহমেদ ,মোজাহিদুল ইসলাম ফাহিম,আফরোজ প্রমুখ।

উক্ত সমাবেশে সমন্বয়ক ছিলো চিল্ড্রেন্স ভিশন, নবজাগরণ সামাজিক ও সেচ্ছাসেবী যুবসংগঠন, মিরপুর এফএন স্বপ্নযাত্রা-১৭।

“ধর্ষণ বিরোধী ছাত্র ঐক্য পরিষদ” সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধকরা সহ ধর্ষকদের সর্ব্বোচ শাস্তি অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে রাজপথে অবস্থান করবে বলে হুশিয়ারি উচ্চারন করেন সংগঠনের নেতারা।

তারা তাদের আন্দোলন আজকের সভায়ও চলমান রাখার নির্দেশ এবং সবাইকে আন্দোলনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে উক্ত সংগঠনের ছাত্রনেতারা।