জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে শিবপাশা মানবসেবা সংগঠনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরন

করোনা আতঙ্কের কারনে লকডাউনে সারা দেশের জনজীবন বিপর্যস্ত। বিশেষত নিম্নমধ্যবিত্ত দিনমজুর শ্রেণীর কাছে লকডাউন যেন এক আতঙ্কের নাম। দিন শেষে তাদের একটাই চিন্তা দু মুঠো ভাত তুলে দিতে পারবেন তো প্রিয়জনদের মুখে?

জাতির এ ক্রান্তিলগ্নে বাহুবলে এগিয়ে এসেছে “চিল্ডেন্স ভিশন” সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল ২২ শে এপ্রিল উপজেলার অবহেলিত গ্রাম শিবপাশায় নিম্নবিত্ত মানুষদের মাঝে খাদ্য- সামগ্রী বিতরন করে শিবপাশা সমাজ সেবা যুব সংঘ।

এ ব্যাপারে সংগঠনের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদী এ প্রতিবেদককে বলেন, আমরা মানুষজনের আত্মসম্মানবোধের প্রতি লক্ষ্য রেখে খাদ্যসামগ্রী রাতের অন্ধকারে পৌছিয়ে দিয়েছি মানুষের বাড়ি বাড়ি। আমাদের প্রত্যাশা প্রতিটি এলাকাতেই যেন বিত্তবানরা এগিয়ে আসেন জাতির এই দুর্দিনে।