হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও অপরাধ দমনে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত সাড়াশি অভিযান চালাচ্ছেন। উপজেলার রূপাইছড়া এলাকায় মুদির দোকানের পেছনে জুয়ার আড্ডার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন । প্রশাসনে উপস্হিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যায়।
এ সময় জুয়ার সরজ্ঞাম জব্দ করা হয় এবং দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন স্নিগ্ধা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।
অপরদিকে বিকেলে পুটিজুরী ইউনিয়নের ববানপুর মৌজার সরকারি খাস খতিয়ানের ৫টি পুকুর পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি খৃষ্টফার হিমেল রিছিল। স্বাস্থ্যবিধি না মানায় এবং মূল্য তালিকা না থাকায় রূপাইছড়াতে এক ব্যবসায়ীকে ১০০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশটি প্রদান করেন খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।