জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের কমিটি গঠন

বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা আজ বুধবার (১৫সেপ্টেম্বর) বিকেল ৪টা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট ও সহকারী লিডার ট্রেনার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপ সম্পাদক আল সায়েম শাকিল।

সভায় উপস্থিত কাউন্সিলগণের মতামতের ভিত্তিতে আগামী ২০২১-২০২৪ -এর জন্য বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ কমিটি গঠন হয়।

প্রাক্তন জাতীয় উপকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব-স্কাউটার মো. হারুন -অর -রশিদকে গ্রুপ সভাপতি ও স্কাউটার আল সায়েম শাকিল কে গ্রুপ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট গ্রুপ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও আঞ্চলিক উপকমিশনার-বাঃস্কাঃ সিলেট অঞ্চলের প্রমথ সরকার, আবু নাসের মোহাম্মদ শাহিন, লোকমান হোসেন সায়েম, ইমরান আলী মামুন, যুগ্ম সম্পাদক-জহিরুল ইসলাম লিমন, কোষাধ্যক্ষ-পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, গ্রুপ স্কাউট লিডার- ইশরাত জাহান সাদিয়া,অভিভাবক সদস্য- বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা দত্ত, নির্বাহী সদস্য যথাক্রমে- রাজু আহমেদ, ইমরান হোসাইন, হাবিবুর রহমান তালুকদার, আব্দুল কাইয়ুম সুজন, নিজাম উদ্দিন দুলন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন স্কাউট নাবিল চৌধুরী।