দিলোয়ার হোসাইন :: হবিগঞ্জের বানিয়াচঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় বড় বাজার মুক্তিযোদ্ধা চত্তরে বিক্ষোভ ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বানিয়াচং উপজেলা শাখা।
হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সমাবেশে মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও মাওলানা মুনতাসীর আলম সুহানের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান যশকেশরী, মাওলানা গোলাম কাদির, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম প্রমুখ ।
সমাবেশে হেফাজত নেতারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদ্রাসার ছাত্র হয়রানির নিন্দা জানান। কওমী মাদ্রাসা বন্ধ এর ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রুখে দেওয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন।