হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ জানুয়ারী আসছেন আওলাদে রাসূল (সা.) সৈয়দ আসজাদ আল মাদানী হাফি:।
এ উপলক্ষে গত বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮.৩০ টায় গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে বানিয়াচংয়ের সম্মিলিত আলেম-উলামাদের উদ্যোগে মাওলানা শায়েখ মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল জলিল ইউসূফীর সঞ্চালণায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মুফতি আহমদ আলী, মাওলানা আবুল আহমদ ও মাওলানা মোবাশ্বির আহমদ প্রমুখ।
স্থান হিসেবে নির্বাচিত করা হয়েছে বানিয়াচং উপজেলা সদরের মধ্যবর্তী ঐতিহাসিক সাগর দিঘির ঈদগাহ মাঠ। এ ইসলাহী সভাকে বর্ণাঢ্য ও সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্ছ চেষ্টা করা হচ্ছে । এতে প্রশাসন ও সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গসহ উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।