জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বা‌নিয়াচ‌ঙ্গে বিএন‌পির দোয়া ও মিলাদ মাহ‌ফিল

‌দি‌লোয়ার হোসাইনঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বা‌নিয়াচং উপ‌জেলা বিএন‌পি।
আজ শুক্রবার (২০ ন‌ভেম্বর)বাদ জুমা বড় বাজারস্থ সাব‌রে‌জিষ্টার মস‌জি‌দে ‌উপ‌জেলা বিএন‌পির উদ্যো‌গে এই মিলাদ ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছি‌লেন উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক লুৎফুর রহমান, সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান শেখ ব‌শির আহমদ , যুগ্ম আহ্ব‌ায়ক খা‌লেদ মিয়া,এডভো‌কেট আব্দুল কা‌দির, সালাউ‌দ্দিন ফার‌ুক, ১নং ইউ‌পি বিএন‌পির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সা‌দিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হো‌সেন খেলু, ও‌লিউর রহমান, উপ‌জেলা ছাত্রদ‌লের সদস্য স‌চিব শরীফ উ‌দ্দিন ঠাকুর প্রমুখ। এ সময় বিএন‌পির অঙ্গসংগঠন এবং সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।