জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিএনপির ডাকা অবরোধে হবিগঞ্জের রাজপথ আ’লীগের দখলে

বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচির প্রথম দিনে হবিগঞ্জে যানবাহন চলাচলসহ জনজীবন ছিল স্বাভাবিক। কোথাও অবরোধের দৃশ্য দেখা যায়নি; তবে প্রতিটি পয়েন্টে শান্তি সমাবেশ পালন করেছে আওয়ামী লীগ।

জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সন্ত্রাস বিরোধী মিছিল এবং পথসভা করার পাশাপাশি জনগণের চলাচল স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নেতাকর্মীরা দিনভর ১০টি পয়েন্টে অবস্থান করেন।

এদিকে, দুপুরে একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে বেবিস্ট্যান্ড মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বিএনপির এই রক্তপাতের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করে।

তারা আরও বলেন, হবিগঞ্জের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র নির্দেশনায় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী মাঠে রয়েছে। হবিগঞ্জে বিএনপি-জামায়াতকে কোনভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে না।

পথসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দশটি পয়েন্টে যারা অবস্থান করেন তাঁরা হলেন জেলা পরিষদের সামনের সড়ক ঃ অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, ডাঃ সাইফ-ই রহমান তন্ময়, আব্দুস সামাদ লাভলু, সবুজ, আকাশ, সেতু, জুবায়ের, আলমগীর দেওয়ান ও মহিবুর রহমান মামুন।
কোর্ট মসজিদের সামনে ঃ মেয়র আতাউর রহমান সেলিম, আব্দুর রহমান, গৌতম কুমার রায়, রফিকুল ইসলাম, দেওয়ান, আব্দুর রউফ, শেখ মামুন, মিজান, মাখন পাল, অমিয় রায়, শাহিন তারুকদার ও বেলাল উদ্দিন।

সানাই কমিউনিটি সেন্টারের সামনে ঃ জাকির হোসেন চৌধুরী, অ্যাডভোকেট সুজন চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, শেখ সেবুল, আব্দুল কদ্দুছ ধুলাই, সাদিকুর রহমান মুকুল, বাবুল চৌধুরী ও নাজমুল হুদা।

কোর্ট স্টেশন এলাকা ঃ মোতাহের হোসেন রেজু, তাজুল ইসলাম, শেখ কামরুল, খলিলুর রহমান।
শিরিষ তলা ঃ আব্দুর রহমান, আব্দুল মুকিত, বদরুল করিম দুলাল, মোঃ শামীম মিয়া, পাভেল মিয়া, জাহির মিয়া, আহমদ আলী ও আহমদ আলী শামীম।

তিন কোনা পুকুরপাড় ঃ আবুল কাশেম চৌধুরী, বদরুল আলম, মহিবুর রহমান মাহী, ফয়জুর রহমান রবিন, আলম মিয়া, মিলন আহমেদ, দ্রæবজ্যোতি টিটু, নাজু, তুষার, শারফিন, আবিদ, পাভেল, হাবিবুর, মনহর মিয়া ও এনামুল হক।

আরিডি হলের সামনে ঃ অ্যাডভোকেট আফীল উদ্দিন, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, শাহরিয়ার চৌধুরী সুমন, কামাল আহমেদ, শাওন, অলক দাস, শাহ বাহার, শুভ চৌধুরী, রফিক চৌধুরী, ফাহিম, জুবায়ের, হামিদুর রহমান জুনুন ও ওয়াসিফ চৌধুরী।

নবীগঞ্জ রোডঃ আবুল কালাম আজাদ, সাইদুর রহমান, হাবিব খান, মঈন উদ্দিন চৌধুরী সুমন, শেখ হান্নান, এমএ মামুন, সবুজ আহমেদ, বিপুল রায়, ফারুক আহমেদ, সেলিম আহমেদ, কাউছার চৌধুরী, শেখ নিজাম, ফাহিম, রিপন, উজ্জ্বল, সুরিদ, মাহবুবুর রহমান মোহন, নাজিম উদ্দিন, সামাদ ও শাহিন।

কামড়াপুর ব্রীজ ঃ সজিব আলী, হুমায়ুন কবির রেজা, আহাদ মিয়া, আব্দুর রউফ ও শাহজাহান সেজু।

পোদ্দার বাড়ি ঃ নুরুজ্জামান চৌধুরী, আক্তার হোসেন, জাকারিয়া চৌধুরী, জালাল আহমেদ, জাহির আহমেদ, নুরুল হক সরদার, গনি সরদার, মহিউদ্দিন সরদার ও নজরুল ইসলাম শামীম।