মো. নজরুল ইসলাম: দুর্নীতি দমন কমিশন, হবিগঞ্জের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ -২০২৪, অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (০৩ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, হবিগঞ্জে উপপরিচালক মো. এরশাদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিতর্ক পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.নজরুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি টিম ও বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি টিম অংশগ্রহণ করে।
‘দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম প্রন্থা’ এ বিষয়ে পক্ষে অবস্থান করে বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিম।
উভয় পক্ষের বিতার্কিকগণ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে।
বিচারকমন্ডলীদের রায়ে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিম চ্যাম্পিয়ন এবং বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্ক টিম রানার্সআপ হয়।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দল নেতা মহিউদ্দিন ইফাজ।
অনুষ্ঠানে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজ এবং হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির (প্রতি শ্রেণির ১০ জন) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্ক শেষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স, ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে জ্যামিতি বক্স, ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ছাতা এবং সকল শিক্ষার্থীদের মাঝে স্কেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর চন্দ দেব,বি কে জি সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজ আহমেদ, আতাউর রহমান এবং জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো.কামরুল হাসানসহ অভিভাবকবৃন্দ।