স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে আকলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন।
মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে বলে জানা গেছে। নিহতের পরিবারের লোকজন তাৎক্ষনিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেছে। সে শরীফপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী। সম্প্রতি সে পিত্রালয় গোপায়া গ্রামে বেড়াতেে এসেছিল বলে জানা গেছে।