জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বৃন্দাবন সরকারি কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন

উদ্ভিদবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশন, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ এর প্রতিষ্ঠাকালীন পূর্ণাঙ্গ কমিটি গঠন। সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক হবিগঞ্জ নিউজের সহযোগী সম্পাদক খাঁন মোঃ আবু বকর।

রবিবার (২২ ডিসেম্বর) এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজের বিভাগীয় প্রধান জনাব আ. ব. ম ফখরুদ্দিন খান এবং এসাসিয়েশনের উপদেষ্টা ও প্রভাষক জনাব হুমায়ুন কবির শফিকুল এর স্বাক্ষরিত প্যাডে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

 

FB IMG 1734926638019
কমিটিতে অন্যান্য যারা আছেন; প্রতিভা বর্মন – সহ-সভাপতি, বিদ্যুৎ শাহী আলম – সহ-সভাপতি, সানজীদুর রহমান শামীম- সহ-সভাপতি, অজয় চন্দ্র দাস- সহ-সভাপতি, নজরুল ইসলাম- সহ-সভাপতি, পলাশ সরকার- যুগ্ম-সাধারন সম্পাদক, তানভীরুল হক – যুগ্ম-সাধারন সম্পাদক, কাজী সাইদুর রহমান – যুগ্ম-সাধারন সম্পাদক, শিমুল দাশ – সাংগঠনিক সম্পাদক, তমাল দেবনাথ – সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ তারিফ- অর্থ সম্পাদক, মোঃ সুহেল মিয়া – সহ অর্থ সম্পাদক, এস. এম. মেহেদী হাসান – ক্রীড়া সম্পাদক, গোপাল বৈষ্ণব অনাদি – সহ ক্রীড়া সম্পাদক, তুষ্টি বনিক – শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,
স্বর্ণা গোপ – সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সাদিয়া আলম চাঁদনী – প্রচার, প্রকাশনা ও আইসিটি সম্পাদক, ববিতা রানী দাস – সহ প্রচার, প্রকাশনা ও আইসিটি সম্পাদক, সৌরভ চক্রবর্তী – দপ্তর সম্পাদক, সোহেল বৈষ্ণব – সহ-দপ্তর সম্পাদক, মোছাঃ সামছুন নাহার বেগম – সমাজ কল্যাণ সম্পাদক, সাদিয়া আফরিন – সহ-সমাজ কল্যাণ সম্পাদক, ফাহিমা নাসরিন বর্না – আইন বিষয়ক সম্পাদক, প্রীতি রানী দাস – সহ-আইন বিষয়ক সম্পাদক, মোঃ আব্দুল হামিদ – কার্যকরী সদস্য, মোঃ জিয়াউল হক – কার্যকরী সদস্য, মোঃ কাউসার মিয়া – কার্যকরী সদস্য, আবুল কালাম আজাদ – কার্যকরী সদস্য, বিশ্বজিৎ দাস – কার্যকরী সদস্য।