অতি বৃষ্টি ও উজানের নেমে আসা ঢলে হবিগঞ্জ জেলা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদের পানি দ্রুত বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ আর এতে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ৷ পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক করে মাইকিং করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।
বিকেলের দিকে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১২৯ সেন্টিমিটার এবং শহরের মাছুলিয়া পয়েন্টে পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহর রক্ষা বাঁধটি হুমকির মুখে রয়েছে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শহরবাসীকে সতর্ক থাকতে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে৷
জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরক্তি) মিনহাজ আহমেদ শোভন মানবকন্ঠকে বলেন, খোয়াই নদীর পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর বৃষ্টি না হলেও রাত পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। প্রতি ঘন্টায় বৃদ্ধি ১০ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধটি চরম ঝুঁকিতে রয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে পানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বাঁধ উপচে শহরে পানি প্রবেশ করার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য শহরবাসীকে সতর্ক থাকতে হবে।
এদিকে, খোয়াই নদীর পানি রোববার রাত থেকে বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী কয়েকটি নিচু এলাকা এরই মধ্যে প্লাবিত হয়েছে। বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন৷
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রোববার রাত থেকে হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়৷ আর এটি বেড়ে গিয়ে বর্তমানে ১২৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ আর এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যায় হবিগঞ্জ শহরের মূল পয়েন্ট মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সে.মি. উপরে রয়েছে৷ এর ফলে শহরবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
রোববার (১৯ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোয়াই নদীর পানি বৃদ্ধির খবরটি চাউর হতে থাকলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক শুরু হয়। নির্ঘুম রাত কাটিয়েছেন শহরবাসী৷ কখন যেনো খোয়াই নদীর বাধঁ ভেঙে পানি হবিগঞ্জ শহরে ঢুকে পড়ে৷ পানি বাড়তে থাকায় জেলা প্রশাসন থেকেও সোমবার বিকেলে শহরে মাইকিং করে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে৷
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার মানবকন্ঠকে জানান, তার নেতৃত্বে একটি দল খোয়াই নদীর শহরের মাছুলিয়া পয়েন্ট এলাকা পরিদর্শন করেছে। শহরে খোয়াই নদীর প্রধান পয়েন্ট হিসেবে মাছুলিয়াকে ধরা হয়। বর্তমানে মূল শহরের পাশ দিয়ে নদীর পানি বিপদসীমার ১৫ সে.মি. উপরে প্রবাহিত হচ্ছে৷ আর চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপৎসীমার ১২৯ সে.মি. উপরে রয়েছে৷
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আরো জানান, তাদের লোকজন রোববার রাতে ঘুমাননি৷ সবাই সারা রাত জেগে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধটি মনিটরিং করেছেন। ইতিমধ্যেই শহরবাসীদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে যে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।