স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ হত্যা মামলার চার্জভুক্ত অন্যতম আসামী, নোয়াগর গ্রামের বিভিন্ন হত্যা মামলার আসামি, নোয়াগর গ্রামের বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎকারী, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাহজাহান মেম্বারকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন নোয়াগর গ্রামবাসী৷
গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াগর গ্রামবাসী মানববন্ধন করে এ দাবি জানান ৷ নোয়াগর গ্রামের প্রবীণ মুরব্বি মো: আব্দুল হামিদ তালুকদারের সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নোয়াগর গ্রামের বিশিষ্ট ব্যক্তি মো: আক্তার হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: বশির আহমেদ, জলসুখা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল ওয়াদুদ, ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার লতিফুর রহমান,৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: শিহাব মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মাসুক মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: লেদু মিয়া, সাজ্জাদ হোসেন মিন্টু, মো: সাইতুল মিয়া,সুজাত মিয়া,মানিক মিয়া প্রমূখ৷ মানববন্ধনে গ্রামবাসী বলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক মেম্বার শাহজাহান মিয়া গত ১৫ বছরে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে নোয়াগর গ্রামের সাধারণ মানুষের উপর নানা অত্যাচার ও নির্যাতন চালিয়েছেন৷ নিরীহ মানুষদেরকে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন৷ আওয়ামীলীগের দলীয় প্রভাব বিস্তার করে তিনি নোয়াগর গ্রামবাসীর বিভিন্ন জলাশয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন৷ গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের দিন বানিয়াচংয়ে ৯ হত্যাকান্ডের ঘটনার মামলার তিনি অন্যতম চার্জভুক্ত আসামী৷ এছাড়াও তার বিরুদ্ধে গ্রামের আরো কয়েকটি হত্যা মামলা রয়েছে৷ গত সরকারের আমলে র্যাবের হাতেও সে কয়েকবার গ্রেফতার হয়েছে৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ হত্যা মামলার আসামি হয়েও আওয়ামীলীগ নেতা শাহজাহান মেম্বার এখনো নোয়াগর গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ গ্রামের সাধারণ মানুষদেরকে এখনো সে হুমকি ধামকি দিচ্ছে৷ মানববন্ধনে গ্রামবাসী অনতিবিলম্বে শাহজাহান মেম্বারকে গ্রেফতারের দাবি জানান৷