শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য উপ-নির্বাচন গত ১৪ অক্টোবর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয় মোছাঃ ঝিনুক আক্তার।
নব-নির্বাচিত সদস্য মোছাঃ ঝিনুক আক্তারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার।
উল্লেখ্য গত ১০ এপ্রিল ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার, উপজেলা আওয়ামীলীগের প্রবিন নেতা ও বিশিষ্ট মুরুব্বি মোঃ আকছির মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ভোর সকালে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে সদস্য পদ শুন্য ঘোষণা করে তফসিল ঘোষনা করেন। উক্ত ৭ নং ওয়ার্ডের সাবেক সদস্য মরহুম মোঃ আকছির মিয়ার কন্যা মোছাঃ ঝিনুক আক্তার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
শপথ অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ব্রাহ্মনডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এসএমসি আব্দুল্লাহ আল মামুন সহ প্রমুখ।