জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ভাষা সৈনিক আফরোজ বখত মৃত্যুতে ভাষা জামানের শোক

মহান ভাষা আন্দোলনের অন্যতম সহযোগী ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভাষাসৈনিক বদরুজ্জামান (অব. কৃষিবিদ)।

এক শোকবাণীতে তিনি বলেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত মৃত্যুতে জাতি একজন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধাকে হারালো। তাঁর শূণ্যতা অপূরণীয়। তিনি জীবদ্দশায় ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধসহ সামাজিক বহুমূখী কাজ করে গেছেন।

শোকবাণীতে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, হবিগঞ্জ তথা বাংলাদেশে অঙ্গনে তাঁর অবদান রয়েছে। তিনি সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁর পরিবারবর্গকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

ভাষাসৈনিক সৈয়দ আফরোজ বখত ২৩ সেপ্টেম্বর (বুধবার) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ইন্তেকাল করন।