আগামীকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।
১৪০৮৬৪ জন ভোটারের ভোট শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান রয়েছে।
৩৩জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ১০১জন এবং সাধারণ সদস্য ৩১২জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণে কেউ বাধা দিলে কাউকে কোন ধরণের ছাড় দিবেনা বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আজ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল ও সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা স্টাইকিং ফোর্স নিয়ে সদরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং সকল প্রার্থী ও ভোটারদেরকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের অনুরোধ করেন।
পাশাপাশি আরো বলেন, কোন ধরণের গুজব বা অপপ্রচার না ছড়াতে। এক্ষেত্রে আইন শৃংখলা বাহিনী কাউকে ছাড় দিবেননা। কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি বা ভোট প্রদানে বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিক এ্যকশনে যাবে প্রশাসন। সরকারী নির্দেশনা অনুসারে আমরা একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি।