হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকায় সোহাগ গাজী নামে ছাত্র সমন্বয়কের উপর হামলার ঘটনা হয়েছে। আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ গাজী সিনেমা হল এলাকার নায়েব আলীর ছেলে।
আহত সোহাগ গাজীর অভিযোগ করে বলেন, শহরের উমেদনগর এলাকার সাকিব ছাত্র আন্দোলনে তাদের সহযোগি ছিলেন। সরকার পতনের পর সাকিব স্ট্যান্ড দখ্ল, চাঁদাবাজি শুরু করেন। ফলে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদনাম হচ্ছিলো। তাই সাকিবকে তারা বয়কট করেন।
এনিয়ে গতকাল শুক্রবার রাতে সাকিব ও তার লোকজন টেটা-ফিকল নিয়ে সদর হাসপাতালের সামনে সোহাগ ও অন্য সমন্বয়কদের উপর হামলা করেন। এদের হামলা থেকে বাঁচতে সমন্বয়করা সার্কিট হাউজে আশ্রয় নেন। পরে বাসায় ফেরার পথে রাত দেড়টায় সিনেমা হল এলাকায় তার উপর সাকিব ও তার লোকরা হামলা চালান। স্থানীয় পাহারাদাররা সোহাগ গাজীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোহাগ গাজী বলেন- আমাকে প্রাণে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে। আমি আইনের আশ্রয় নেব। সেনাবাহিনীর সদস্যরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখে গেছেন।