জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মনোহরদীতে হিন্দু যুবকের সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ

আমিনুল ইসলাম জনিঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সজল রবিদাশ নামে এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

জানা যায় তিনি মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর রবিদাশ পাড়ার শ্রীমঙ্গল রবিদাশ এবং বাসন্তী রানী দাশ এর ৪ সন্তানের মাঝে প্রদীপ ২য়।

তিনি খিদিরপুর ডিগ্রি কলেজ থেকে ২০১৯ সালে কমার্স বিভাগ থেকে এইচএসসি পাশ করেন।

প্রদিব রবিদাশ দীর্ঘদিন ধরে ইসলামকে জানতে বুঝতে চেষ্টা করে,মুসলমান বন্ধুদের সাথে চলাচল করে ইসলামের প্রতি আকৃষ্ট হয়।

এরই ধারাবাহিতায় গত ১০.০৩.২০২১ ইং তারিখে নরসিংদী জজ কোর্টের জুডিশিয়াল ম্যাজিসেস্ট মোঃ শেখ সাদী এর কাছে হাজির এভিডেভিড এর মাধ্যমে স্বজ্ঞানে এবং সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এভিডেভিড নং ৩৭০। তাঁর বর্তমান নাম মোঃ আল-আমীন।