দিলোয়ার হোসাইন: ফ্রান্সে মহানবী (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বানিয়াচংয়ে সর্বস্তরের উলামায়ে কেরামের নেতৃত্বে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দারুল কুরআন মাদ্রাসা হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
মাওলানা আব্দুল বাছিত আজাদ(বড় হুজুরের) সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা মখলিছুর রহমান, ৩নং ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিস উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান প্রমুখ।
মিছিলে বানিয়াচংয়ের কয়েক হাজার সর্বস্তরের তৌহিদী জনতা ও উলামায়ে কেরামগণ অংশ নেন।