সম্প্রতি লাখাই উপজেলার করাব গ্রামের অপু মোদক নামের এক হিন্দু যুবক ফেসবুকে মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় উক্ত কটুক্তির প্রতিবাদে স্থানীয় বুল্লা বাজারে আলেম ওলামাও মুসলিম তৌহিদি জনতা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে ।
রোববার ( ১ ডিসেম্বর ) বেলা সাড়ে ৪ টায় বুল্লা বাজারে এ কর্মসূচি পালন করেন।
এসময় বিক্ষোভকারীরা বুল্লা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বুল্লা বাজার চৌরাস্তার মোড়ে এক পথসভা করেন।
উক্ত পথ সভাটি পরিচালনা করেন মাও.মুতাসিম বিল্লাহ, সিংহগ্রাম, বক্তব্য রাখেন মাও. আমীনুল ইসলাম করাব, মাও. কাজী মাহমুদুল হাসান, লাখাই উপজেলার অন্যতম সাহসী ছাত্রদল নেতা মোঃ রবিউল ইসলাম রবি,মো: ইমদাদুল হক মিলন সহ অনেকেই।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, অপু মোদক ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে যে কটুক্তি করেছে সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ কটুক্তি কারীকে দ্রুত গ্রেফতার করে ফাসির আওতায় আনতে হবে।