মহান বিজয় দিবসে জাতীয় পতাকা টানানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার প্রদীপ বণিক নামের এক ব্যক্তি মারা গেছেন।
সিসি টিভি ফুটেজে তার মৃত্যুর ভিডিও রেকর্ড হওয়ায় তা দেখতে আসেন এলাকার পাড়া-প্রতিবেশীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় বগলা বজারে যতীন্দ্র ভবনে এই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি প্রদীপ বনিক জীবদ্দশায় প্রায় ২০ বছর যাবত বগলা বাজারের শ্রী গুরু শিল্পালয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।
ঘটনার দিন সকালে মহান বিজয় দিবসের পতাকা উড়ানোর জন্য তিনি প্রস্ততি নিচ্ছিলেন। সিসি টিভি ফুটেজে দেখা যায় একটি বাশের দন্ডে পতাকা বাধার সময় তিনি চিৎ হয়ে বারান্দার ফ্লোরে পড়ে যান।
প্রদীপ বনিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যুতে বগলা বজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে আজমিরীগঞ্জ উপজেলার শমীপুর গ্রামের মৃত নানু বনিকের ছেলে প্রদীপ বনিক।