জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাদকমুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসতে হবে – জেলা প্রশাসক

হবিগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৪ অক্টোবর হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ, সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস হবিগঞ্জ আইরিন পারভীন ডালিয়া প্রমুখ।

 

মাদকমুক্ত-সমাজ-গঠনে-যুব-সমাজকে-এগিয়ে-আসতে-হবে-জেলা-প্রশাসক

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

এসময় জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত হবিগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক করে সুস্থ্য সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।