হবিগঞ্জ শহরে মাদক মামলায় গ্রেফতারকৃত রনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেয়া তথ্য মতে পুলিশ শহরে সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করেছে এবং তার প্রশ্রয়দাতা মৃত আলা উদ্দিন খানের পুত্র শাকিল খানকে খুঁজছে পুলিশ। ইদানিং হবিগঞ্জ শহরে দোকান ও বাসায় ব্যাপক চুরির হিড়িক পড়েছে। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে ডিবি ও সদর থানা পুলিশ অভিযানে নামে।
গত মঙ্গলবার রাতে বহুলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সঞ্জব আলীর পুত্র রনিকে আটক করে। তার দেয়া তথ্য মতে শাকিল খান, কয়ছর খান ও ফয়ছল খানের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, ল্যাপটপসহ চোরাই মাল উদ্ধার করে। তার দেয়া তথ্য মতে পুলিশ ফয়ছলের স্ত্রী জাহানারা আক্তার জানু, বহুলার ফজল মিয়ার পুত্র রিপন মিয়া, মোহনপুরের সিতু মিয়ার পুত্র উজ্জলকে আটক করে। তবে এ চক্রের মূলহোতা শাকিল খানকে ধরতে পারেনি।
তবে ওসি মাসুক আলী জানিয়েছেন, অচিরেই শাকিলকে ধরা হবে। গতকাল বুধবার রনিসহ অন্যদের কারাগারে প্রেরণ করা হয়েছে।