জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর ‘পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা কর, শিল্পবর্জ্যের কবল থেকে মানুষ বাঁচাও, কৃষিজমি বাঁচাও’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও শিল্পদূষণে ক্ষতিগ্রস্থ গ্রামের উদ্যোগের ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশকর্মী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুনসহ এলাকাবাসী।
বক্তারা বলেন, হবিগঞ্জে শিল্পবর্জ্যরে দুষণে অনেক কৃষিজমি নষ্ট হচ্ছে। এছাড়া দুষণের কবলে রয়েছে জেলার কয়েক লাখ মানুষ। অথচ সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
এ সময় কৃষিজমি ও জীববৈচিত্র বাঁচাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।