জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ অভিযানে পরিবেশ বিনষ্ট ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসয়ম বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার চৌমুহনী রাবার ড্যাম এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও বেশ কিছু পাইপ ধ্বংস করা হয়।

উল্লেখ্য, গত ৬ই সেপ্টেম্বর জেলা প্রশাসন কর্তৃক সোনাই নদীর তীরবর্তী এলাকায় একই ধরনের আরেকটি অভিযান পরিচালিত হয় এবং বিপুল পরিমাণ যন্ত্রপাতি ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন জানান, বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।