জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের খাটুড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

বুধবার ১৫ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা এ অভিযান পরিচালনা করেন।

তবে এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যাক্তিগণ পালিয়ে যায়।

পরবর্তীকালে আবারো ঘটনাস্থল সমূহে অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিন ও প্রায় দেড় কি.মি. সুদীর্ঘ ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ পাওয়া যায়।

আটককৃত ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ উপস্থিত লোকজনের সামনে বিনষ্ট করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এঅভিযান পরিচালনা করা হয়।