করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হবিগঞ্জ মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গা ডুবা গ্রামে আবদুর সাত্তার (৫০) নামের একজন মারা গেছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে মাধবপুরে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত ৩ জুলাই আবদুর সাত্তার করোনায় আক্রান্ত হন। উনি বাড়ীতে আইসোলেসন থেকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১৪ জুলাই) তিনি মারা যান। মৃত আবদুর সাত্তার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।
মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। বর্তমানে মোট ৯০ জন রোগী রয়েছেন। এর মধ্যে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৯০ জন।
এ পর্যন্ত ১৬৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।