জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে গরু বাজার ইজারা নিতে সিন্ডেকেট

কোরবানির ঈদকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন গরুর হাট ইজারা নিতে করা হয়েছে সিন্ডিকেট। প্রভাবশালী লোকজন এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকায় সাধারন কোন লোক সিডিউল ক্রয় ও জমা দেননি।

মাধবপুর উপজেলার ১০ টি অস্থায়ী গরু বাজার ইজারা দেওয়ার জন্য ও সিডিউল ক্রয় করার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা একটি ঘোষনা দিলে মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজার ইজারা নিতে সিডিউল ক্রয় করেন অনেক প্রভাবশালী লোকজন।

তবে চৌমুহনী গরু বাজার ইজারা নিতে করা হয়েছে সিন্ডিকেট। সিন্ডিকেটের কারনে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হবে বলে মনে করেন অনেকে।

সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী অস্থায়ী গরু বাজারটি প্রতি বছরের ন্যায় এবার ও ইজারা দেওয়ার ঘোষনা দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। গতকাল সোমবার সিডিউল ক্রয় ও বিক্রি করা হয়।

ঘোষনার পর চৌমুহনী ইউনিয়নের কয়েকজন মিলে একটি সিন্ডিকেট করেন। ৩ জনের অধিক সিডিউল জমা দেওয়ার নিয়ম থাকায় আজহার উদ্দিন ভুইয়া তার ভাই সালাহউদ্দিন ভুইয়া ও তাদের একান্ত লোক হাজী খোরশেদ আলীর নামে ৩ টি সিডিউল ক্রয় করেন এবং জমা দেন।

চৌমুহনী গরু বাজার ইজারা নিতে আগ্রহী ২ জন ব্যাক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সিডিউল ক্রয় করেছিলেন কিন্তু জমা দেননি। কয়েকজনের অনুরোধে তারা জমা দেননি।

এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।