হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলার তেঁতুল তলা এলাকা থেকে রিপন মিয়া নামের এক যুবকের গলায় ছুরি চালিয়ে পালসার (pulser) মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার(২২ মে) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়- রিপন মিয়া মোটরসাইকেল চালিয়ে তার বাসায় যাওয়ার পথে বাঘাসুরা ইউনিয়নের তেঁতুল তলা এলাকায় পৌছালে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।
এ সময় তার গলায় ছুরি চালিয়ে আহত করে পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। (যার নাম্বার হবিগঞ্জ ল- ১১০৭০৫)।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় রিপন মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।