হামিদুর রহমান: হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) এর টহলদল ভারতীয় গাঁজা, সিএনজি এবং মোবইল ফোনসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৪/এমপি হতে আনুমানিক ৮৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর নামক স্থান হতে দুই জন মাদক চোরাকারবারী বরিশাল জেলার গৌরনদী উপজেলার খানজাপুর গ্রামের শাহ আলম মৃধা এর ছেলে শামিম মৃধা (৩০) এবং মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাওঁ তোরাব আলীর ছেলে মোঃ শাহজাহান মিয়া (৪০)কে ভারতীয় ৫০ কেজি গাঁজা, সিএনজি ও মোবাইল ফোনসহ আটক করে। আটককৃত মাদকদ্রব্য, সিএনজি এবং মোবাইল ফোনের সিজার মূল্য ৬,৭৬,৫০০ (ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মাদকদ্রব্য, সিএনজি, এবং মোবইল ফোনসহ মাধবপুর থানায় মামলা দায়ের করতঃ হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।