জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে গাজাসহ আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত ব্যক্তি জগদীশপুর ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে জজ মিয়া (২৬)।

শুক্রবার ১ অক্টোবর ভোর ৫ টার দিকে তেলিয়াপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহা আলম এর নেতৃত্বে বিজিবির টহল দল তেলিয়াপাড়া চা বাগানের সীমান্তবর্তী লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার টাকাসহ জজ মিয়াকে আটক করে।

আটক জজ মিয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর সন্তোষপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

এদিকে শুক্রবার সকাল ৬ টার দিকে অপর এক অভিযান চালিয়ে ধর্মঘর সীমান্তে একদল বিজিবি সদস্য ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

গাজা উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামি উন্নবী চৌধুরী।