জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে চা শ্রমিকদের নগদ অর্থ প্রদান

হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদে সাড়ে ৫ হাজার চা শ্রমিকদের কে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক গৃহীত গ্রামীণ অবকাঠামো কর্মসুচীর আওতায় গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী এমপি

এই সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে এদেশের একজন মানুষও গৃহহীন না থাকা। বেকারত্ব কমিয়ে দেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।

চা শ্রমিকরা দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে করোনার এই মহামারীর সময় সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজ সেবা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুল হক তালুকদার ওয়াসিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এ সময় ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।