দুর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়ন আনবে গতি এই শ্লোগান নিয়ে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনির্বাপন মহড়া দেখানো হয়।
মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।