হৃদয় এস এম শাহ্-আলমঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে রবিবার (২৪ জুলাই ২২) সকালে পোনামাছ অবমুক্তকরণ, র্যালি উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা সহ পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, (সংসদ সদস্য হবিগঞ্জ-৪) আলহাজ্ব এডভোকেট মোঃ মাহবুব আলী ও সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, আওয়ামীলীগের সেক্রেটারি ও দলীয় নেতৃবৃন্দ, মৎস্যজীবী, মৎস্যচাষী ও সুধীজন প্রমুখ।