হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিনামূল্যে প্রায় ২ হাজার দুইশত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মাধবপুর উপজেলা পরিষদের সামনে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্ভোদন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা।
আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহামেদ, ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমূখ।
প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫ কেজি বীজ দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক ইশরাত জাহান ৫০% উন্নয়ন সহায়তার (ভতুর্কী) কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরন করেন।