জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনের একটি বগি (৩৫৫৭ নাম্বার লাগেজ ভ্যান) লাইনচ্যুত হয়েছে।

উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করার পর ৬ ঘন্টা বিলম্বে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মনতলা রেলস্টেশনের মাস্টার আব্দুল মান্নান জানান, মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি মনতলা স্টেশনে প্রবেশের সময় একটি বগির (লাগেজ ভ্যান) চাকা লাইচ্যুত হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। কিন্তু উদ্ধারকৃত বগির চাকায় সমস্যা দেখা দেয়ায় অন্য বগি গুলো নিয়ে ১১টার দিকে সুরমা মেইল ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মাধবপুরে ভারতীয় সীমান্ত থেকে ব্যাগ ভর্তি বাংলাদেশী টাকা উদ্ধার

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি। বিকল্প রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।”