হবিগঞ্জের মাধবপুরে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঢাকা = সিলেট মহাসড়কের সাহেব বাড়ি এলাকা থেকে এসব পণ্য আটক করে।
আজ শনিবার (১৬ নভেম্বর ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন(৫৫বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার গভীর রাতে ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ট ভ্যান আটক করে। পরে কাভার্ট ভ্যানটি তল্লাশি চালিয়ে বিভিন্ন জাতের শাড়ি ও কসমেটিকস উদ্ধার করে। যার আনুমানিক মুল্য তিন কোটি টাকা ।
এরমধ্যে রয়েছে বেনারসি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন জাতের শাড়ি ৫৮১ পিস, মখমলের কাপড় ২৯৯২ মিটার, এছাড়াও প্রায় ৩২,০০০ পিস বিভিন্ন জাতের ক্রীম ও লোশন রয়েছে। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন-ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও কসমেটিকস পণ্য অবৈধভাবে প্রবেশ করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবি ৫৫ এর একটি টিম অভিযান চালায়।
অভিযানে তিন কোটি টাকার শাড়ি ও কসমেটিকস পণ্য আটক করা হয়েছে। যার আনুমানিক মুল্য তিন কোটি টাকা । আটককৃত পণ্য জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে ও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।