জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল স্কুল ছাত্র

মাধবপুর প্রতিনিধিঃ বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু শিক্ষার্থী অচিন্দ্র (৮)। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর বাজার সংলগ্ন সোনাই নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

শিশুটির চাচা শ্যামলাল দাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের শ্রীনন্দ দাসের ছেলে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র অচিন্দ্র দাস গতকাল শুক্রবার দুপুরে বাবার সঙ্গে সোনাই নদীতে মাছ ধরতে যায়। অচিন্দ্রের বাবা নৌকার মধ্যে বসে জাল সেলাই করার সময় হঠাৎ অচিন্দ্র নৌকা থেকে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোনাই নদী থেকে তল্লাশী করে সন্ধ্যার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

মাধবপুরে তথ্য সেবা কেন্দ্রে চুরি

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, “শুনেছি এমন একটি ঘটনা হয়েছে। নদীর যে অংশে ঘটনা ঘটেছে এটি বিজয়নগর উপজেলায়।”