মাধবপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল এগারোটায় মাধবপুর-মনতলা সড়ক এর সেউলিয়া ব্রিজের পাশে থেকে মাধবপুর থানার উপ-পরিদর্শক এসআই শামসুল আরেফিন একটি কার্টুনে রাখা সদ্য নবজাতক এ কন্যা সন্তানের লাশ উদ্ধার করেন।
এসআই শামসুল আরেফিন জানান এ কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায় বলে পুলিশের ধারণা। পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ আশপাশের বেসরকারি হাসপাতালগুলোতে খবর নিয়ে দেখছে এবং গোপন ভাবে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ আরো জানায় এটি কোন বিদেশী স্ত্রীর পরকিয়া প্রেমের ফসল নতুবা কোন প্রেমিক জুটির অবৈধ পাপের ফসল হইতে পারে।