হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। আগামী ০৫ জানুয়ারি ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধর্মঘর ইউনিয়ন কমান্ড।
রবিবার সকাল ১১ টায় ধর্মঘর ইউনিয়ন পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা সংসদের এক পরামর্শ সভা শেষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থনের কথা জানান তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সম্পাদক মন্ডলীর সদস্য ক্যাপ্টেন অব কাজী কবির উদ্দিন।
ধর্মঘর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ তৈয়ব আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর,আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মেজবাউল বর পলাশ, মুক্তিযোদ্ধা জারু মিয়া, মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ধর্মঘর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম হারুন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাধবপুর উপজেলা শাখার সভাপতি হাসানুজ্জামান ওসমান, মোস্তাফিজুর রহমান সজীব, সুরুজ আলী, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ তৌহিদ মিয়া প্রমূখ। সভা পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা তৌহিদ মিয়া।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ধর্মঘর অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজবাউল বর পলাশকে সমর্থন জানিয়েছেন।