জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বরগ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- উপজেলার বুল্লা ইউনিয়নের বরগ গ্রামের ফজুলল হকের ছেলে আকরামুল হক (৪) ও একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে সায়েদুল ইসলাম (৪)।

আরো পড়ুনঃ মাধবপুরে কিশোরী ধর্ষনের অভিযোগে ৩ যুবক আটক

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বিকেলে বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায় আকরামুল ও সায়েদুল। খেলার এক পর্যায়ে তারা বিদ্যালয়ের পুকুরে পরে যায়। সন্ধ্যা হয়ে গেলেও দুজনে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজতে বের হয়।

এক পর্যায়ে স্কুলের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।