জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই

মোঃ জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে প্রধান মন্ত্রীর মানবিক তহবিলের বরাদ্দ প্রদানের জন্য উপকারভোগীদের নামের তালিকা যাচাই-বাছাই ও সংশোধনের কাজ আজ (১১মে) সোমবার সকালে উপজেলার ধর্মঘর ডিগ্রি কলেজের মাঠে ৪৬৩ জনের এবং হরষপুর বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৫৪ জনের সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ৯১৭ জনের নামের তালিকা মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জাতীয় পরিচয় পত্র ও সঠিক মোবাইল নাম্বার যাচাই-বাছাই ও সংশোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার, মাধবপুর উপসহকারী প্রকৌশলী এল জি ই ডি আনোয়ার হোসেন,১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) ও প্রত্যেক ওয়ার্ডের মেম্বারগন।

মাধবপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপকারভোগীদের তালিকা যাচাই বাছাই

এ সময় মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার এ প্রতিবেদককে বলেন,আমরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা উপকারভোগীদের নামের তালিকা সঠিক জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার ঠিক আছে কিনা সরোজমিনে এসে যাচাই বাছাই মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সবাইকে করোনা প্রতিরোধে সবাইকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।