হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর এলাকা থেকে মোটরসাইকেলের সিটের নিচে করে ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক ব্যক্তিকে আটক করেছে।
শনিবার (১০জুলাই) সন্ধ্যা রাতে ধর্মঘর-মোহনপুর রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার পাবই গ্রামের হাব উদ্দিনের ছেলে আল আমিন (৩০)।
জানা যায়, ধর্মঘর বিওপি সুবেদার আঃ হামিদসহ একদল বিজিবি মোহনপুর সীমান্ত থেকে টহল শেযষে আসার পথে ধর্মঘর-মোহনপুর রাস্তায় উল্লেখিত মোটর সাইকেল আরোহীকে সন্দেহজনকভাবে আটক করে।
পরে মোটর সাইকেল তল্লাসি করে সিটের নিচে লুকিয়ে রাখা ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।